সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কসবার বিস্তীর্ণ এলাকা পানির নিচে  

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবার বিস্তীর্ণ এলাকা পানির নিচে  

টানা বর্ষণ ও ত্রিপুরার পাহাড়ি ঢলে কসবা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। উপজেলার সালদা নদী, চিনাই নদী, বুড়ি নদী ও বিছনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি ও ত্রিপুরা থেকে আসা পানির স্রোতে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ডুবে গেলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে সীমাহীন দুর্ভোগ বেড়েছে জনগণের। প্রশাসন গত বৃহস্পতিবার পাঁচটি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে দুর্গতদের জন্য।

কসবা উপজেলা সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, তার ইউনিয়নের মাদলা, খাধলা, পুটিয়া, অষ্টজঙ্গল, বালিয়াহুরা, খৈকলা, নয়নপুরসহ অধিকাংশ গ্রামেই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে যায়। ঢলের স্রোতে পুকুরের মাছ, রুপা-আমন চাষকৃত জমি বীজতলা ও শাক সবজি তলিয়ে গেলে চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কসবা উপজেলার ৭ হাজার ১শ হেক্টর রোপা-আমন চাষকৃত জমি, ৯  হেক্টর আমন বীজতলা, ৩ হাজার ৫০ হেক্টর রোপা-আমন বীজতলা এবং ৩৪ হেক্টর সবজি জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

টিএইচ